
দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিবিদ থালাপতি বিজয় এখন আলোচনার কেন্দ্রে। সম্প্রতি তামিলনাড়ুর কারুর জেলায় তাঁর সমাবেশে বিপুল জনসমাগমে ঘটে যায় বড় দুর্ঘটনা—হুড়োহুড়ি ও তীব্র গরমে পদদলিত হয়ে ৩৯ জনের মৃত্যু হয়, আহত হন শতাধিক। তবে রাজনৈতিক মঞ্চে নামার অনেক আগেই বিজয় দক্ষিণ ভারতের শীর্ষ চলচ্চিত্র তারকাদের একজন ছিলেন। শুধু তাই নয়, তিনি ভারতের প্রথম অভিনেতা যিনি এক ছবির জন্য ২০০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।
কর প্রদানে শাহরুখের পরেই বিজয়
ফরচুন ইন্ডিয়ার ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়, অগ্রিম করদাতাদের তালিকায় শাহরুখ খানের পরই অবস্থান ছিল বিজয়ের। শাহরুখ যেখানে দেন ৯২ কোটি রুপি, সেখানে বিজয় দিয়েছেন ৮০ কোটি রুপি।
সম্পদের হিসাব
ফোর্বসসহ একাধিক সূত্রের তথ্যানুযায়ী, বিজয়ের মোট সম্পদ প্রায় ৬০০ কোটি রুপি। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন, ব্র্যান্ড এনডোর্সমেন্ট ও রিয়েল এস্টেটে তাঁর বড় বিনিয়োগ রয়েছে।
ছবিপ্রতি আকাশছোঁয়া পারিশ্রমিক
প্রতি সিনেমায় সাধারণত ১৩০ থেকে ২০০ কোটি রুপি নেন বিজয়। বিশেষভাবে আলোচিত হয় ২০২৪ সালের ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’—এই ছবির জন্য তিনি পেয়েছিলেন পুরো ২০০ কোটি রুপি।
বিলাসবহুল জীবনযাপন
চেন্নাইয়ের নীলানকরাই এলাকায় সমুদ্রতীরে তাঁর একটি প্রাসাদসদৃশ বাড়ি আছে, যা নাকি টম ক্রুজের বিচ হাউস থেকে অনুপ্রাণিত। গাড়ির সংগ্রহেও রয়েছে একাধিক বিলাসবহুল ব্র্যান্ড—রোলস-রয়েস ঘোস্ট, বিএমডব্লিউ এক্স৫ ও এক্স৬, অডি এ৮ এল, রেঞ্জ রোভার ইভোক, ফোর্ড মাস্ট্যাং, ভলভো এক্সসি৯০ এবং মার্সিডিজ-বেঞ্জ।
শুরু থেকে ‘থালাপতি’ হয়ে ওঠা
১৯৭৪ সালের ২২ জুন চেন্নাইয়ে জন্ম নেওয়া জোসেফ বিজয় চন্দ্রশেখর পরিচালক বাবা এস এ চন্দ্রশেখরের হাত ধরে চলচ্চিত্রে প্রবেশ করেন। ‘ঘিল্লি’, ‘বিস্ট’, ‘লিও’, ‘মের্সাল’ ও ‘বিগিল’-এর মতো হিট ছবি তাঁকে এনে দিয়েছে অসাধারণ জনপ্রিয়তা। ১৯৯৪ সালের ‘রাসিগান’ থেকে তিনি পরিচিত হন ‘ইলয়া থালাপতি’ নামে, যা সময়ের সঙ্গে সংক্ষিপ্ত হয়ে এখন সবার কাছে শুধু ‘থালাপতি’।
রাজনীতির পথে
২০২৪ সালে বিজয় প্রতিষ্ঠা করেন রাজনৈতিক দল তামিলগা ভেত্রি কাজগম (TVK)। নতুন এই যাত্রা ব্যাপক সাড়া ফেলেছে। অভিনেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন—আর একটি সিনেমা মুক্তির পর তিনি অভিনয় থেকে অবসর নিয়ে পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেবেন।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন